মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বৃষ্টি ও মেঘ

শাহরিয়ার শাহাদাত 

১৯ আগস্ট, ২০২৩ , ১:০৩ অপরাহ্ণ

মেঘের পকেটে নেই ডলার বা মানি
বর্ষালি পুরে দিলো এ্যাকুয়ার পানি
ইচ্ছেপূরণে ঝরে রাত কিবা দিনে
আকাশ জমিয়ে রাখে কালো স্কিনে!

উল্লাসে মেঘ নামে ফ্রেশ ফ্রেশ মুডে
ভেজাপথ অলিগলি রিকশার হুডে
খরচার ভয় নেই মেঘ শুধু ঝরে
মেঘ নামে ফেসবুক; ট্যাব মনিটরে!

মেঘ আসে কিচেনে; সুইট হোমে উড়ি
ও মেঘ খাবে তুমি চিকেন খিচুড়ি?
মেঘ করে দুষ্টমি খোলা পার্কিংয়ে
কোলার ঘ্যাঙর শুনি রিংটোন রিংয়ে!

মেঘ বুঝি মনস্টার মেঘ ছোটাভীম
মেঘ জমে ডীপফ্রীজে হয় আইসক্রিম?
রঙের জলসা মেঘ আকাশের শো’তে
রংধনু বাঁকা মেঘ রেড, ইয়োলোতে!

মেঘশিশু খেলা করে জানলার কাঁচে
হেডফোনে রেইন রেইন গান হার্টটাচে
কদমফুলের ছবি আঁকি ল্যাপটপে
মেঘ নামে রেইনকোর্ট,আমব্রেলা শপে!

মেঘ চায় মচমচে চিপস, পপকর্ণ
বৃষ্টির ছড়া লিখে বুড়ো টেডিগণ
ঝুমঝুম তানা-না-না মগজেতে খালি
গুগলে বৃষ্টি নামে আর্টিফেসিয়ালি!