মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বেলা শেষের ট্রেন

সোহানুর রহমান শাহীন

১৩ মে, ২০২৩ , ৪:১৭ অপরাহ্ণ

বেলা শেষের ট্রেন

রাত বাড়ে, কমে আসে উৎসবের মুখরতা

নিভে যায় বাতি, জ্বলে ওঠে;

বুকের ভেতর বসত করা

এক নি:সঙ্গ বেড়ালের চোখ

ভোর হয়ে আসা মেঘের উৎস খুঁজে 

মুঠো মুঠো নিঃসীম বেদনা,

সীমাহীন সফেন অস্তিত্বে

কিছু বিষণ্ণতায় জমানো জলকনা।

সোহানুর রহমান শাহীন
Latest posts by সোহানুর রহমান শাহীন (see all)