মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ব্যথিত কুয়াশা

অদিতি শিমুল

১২ আগস্ট, ২০২৩ , ৮:৩৬ অপরাহ্ণ

ঢেউ ভাঙতে থাকে,
ক্লান্ত ঘুমের ভিতর
ভিজে নেয়ে
একাকার
অস্পষ্ট একটি
আলপথ,
নৌকার গলুই—
আর মাথার উপর
ঝিমঝিম
ফেরারি দ্বাদশী;
উপশমহীন
একমনে একা-একা
জ্বরো—জ্বরো
কার মন!
অনুচ্চারিত গুনগুন
কার যেন!
ব্যথিত কুয়াশা
ঘুমঘুম
ঘাসের পাতায়
দু’টো রক্তাক্ত পা!