মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভবঘুরেদের পৃথিবী

মজনু শাহ

৯ সেপ্টেম্বর, ২০২৩ , ১২:৫৯ অপরাহ্ণ

কোথাও না কোথাও জায়মান হচ্ছে ভবঘুরেদের পৃথিবী। মৌমাছিরা প্রবেশমাত্র উন্মাদ সেখানে। অনেক গিরিমল্লিকা প্রকৃত অনিশ্চয়তার নিশ্চয়তা দিচ্ছে। তুমি যাবে? এই তো সুযোগ, শূন্যতা কেনা বেচায় আরো পারদর্শী হয়ে ওঠার। অবচেতনার পাখি হয়ে ওঠার। আশা করি এবার ঘুম থেকে জেগেই খেয়ে ফেলতে পারবে সূর্য।

তারপর আরেকটা সূর্যের থালায় বসে থাকবে চুপচাপ। কিছু লিখতে ইচ্ছে করবে তখন, ভাষায় মেশানো ড্রাগ ছুঁয়ে দেখতে চাইবে যথার্থ এক শিল্পযোদ্ধার মতো।