ভালো থেকো হাই-হ্যালো
হাসি-খুশি চ্যাট
ভালো থেকো টাইপিং
মিস্টেক, লেট।
ভালো থেকো ওয়েটিং
রাতজাগা ঘুম
ভালো থেকো পিকচার
বারবার জুম।
ভালো থেকো ভয়েস ও
রাগারাগি, চুপ
ভালো থেকো অভিমানী
মায়াবিনী রূপ।
ভালো থেকো অবহেলা
ইগনোর আর
ভালো থেকো ভালোবাসা
উপসংহার।
ভালো থেকো খুব বেশি
এই তুমি প্রিয়
‘ভালো থেকো’ ছড়া পড়ে
গাল পেড়ে দিয়ো।