মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভালো মানুষ হতে চাই

জাকির আহমদ

৯ সেপ্টেম্বর, ২০২৩ , ১:০০ অপরাহ্ণ

এইযে আকাশ
বইছে বাতাস
নদী বহমান
আমরা কেন
যেনতেন
চলছি, চলমান।

গাছের ডালে
নাচের তালে
গাইছে পাখি গান
আমার মানুষ
নাই কেন হুস
রাখছিনাতো মান!

আকাশ—নদী
নিরবধি
চলছে দেখ ঠিক
আমার মানুষ
কিসে বেহুস?
করছি যা, তা ঠিক?

ভালো মানুষ হতে চাই
সকল কিছু ভুলে ভাই।

জাকির আহমদ
Latest posts by জাকির আহমদ (see all)