মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভাল্লাগেনা

রবীন জাকারিয়া

১ অক্টোবর, ২০২৩ , ১১:১৫ পূর্বাহ্ণ

আমার কিছুই ভাল্লাগেনা
গানেও কোনো তাল লাগেনা
ভালোর সময় শেষ৷
মরিচ খেলে ঝাল লাগেনা
ঘরের উপর চাল লাগেনা
ভেজাই নিজের কেশ!
চাষ করতে হাল লাগেনা
মাছ ধরতে জাল লাগেনা
প্রযুক্তিতে ঠেশ৷
রাঁধতে আর জ্বাল লাগেনা
খাদ্যে কোনো চাল লাগেনা
আমরা আছি বেশ৷
নৌকোতে আর পাল লাগেনা
লোক জমাতে মাল লাগেনা
দাও শুধু নির্দেশ৷
গদি ছাড়ায় কাল লাগেনা
লজ্জাহরের ছাল লাগেনা
ছড়াক না বিদ্বেষ!

মেঘে ঢাকা সব কালো
টুটায় দিয়ে আসবে আলো
বদলে যাবে দিন৷
ভান করেও থাকছি ভালো
সয়ে যাচ্ছি মন্দ গালও
বাজবে সুখের বীণ!