মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভূতের বাড়ি

নবীর হোসাইন

৩ জুন, ২০২৩ , ৯:০১ অপরাহ্ণ

ভূতের বাড়ি

খুঁজতে থাকি ভূতের বাড়ি

ভূতের বাবা মাকে

কোন আড়ালে নিত্য থেকে

ভয়ের ছবি আঁকে।

ভূতের বাড়ি খুঁজতে হবে

ধরতে হবে তাঁকে

লুকিয়ে বেড়ায় কোন অদূরে

তেপান্তরের বাঁকে।

আকাশ পাতাল সবখানেতে

ভূতকে খুঁজে হন্য

খাওয়া নাওয়া সব ভুলেছি

ভূতকে ধরার জন্য।

ভূতের দেখা পাইনি তবু

ভূত যে কোথাও নাই

ভূত বলে কি আছে কিছু

আমার জানা নাই।