খুঁজতে থাকি ভূতের বাড়ি
ভূতের বাবা মাকে
কোন আড়ালে নিত্য থেকে
ভয়ের ছবি আঁকে।
ভূতের বাড়ি খুঁজতে হবে
ধরতে হবে তাঁকে
লুকিয়ে বেড়ায় কোন অদূরে
তেপান্তরের বাঁকে।
আকাশ পাতাল সবখানেতে
ভূতকে খুঁজে হন্য
খাওয়া নাওয়া সব ভুলেছি
ভূতকে ধরার জন্য।
ভূতের দেখা পাইনি তবু
ভূত যে কোথাও নাই
ভূত বলে কি আছে কিছু
আমার জানা নাই।