মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মধ্যবিত্তের জীবন

আতাউর মালেক

১ এপ্রিল, ২০২৩ , ৩:১৮ অপরাহ্ণ

মধ্যবিত্তের জীবন

বেশ আনন্দে কাটছে সময় কুলি,মজুর,চাষার,

নয়তো সময় এখন যে আর মধ্যবিত্ত হাসার!

উপরে ঠিক ভালোই আছে নিচেও ঠিক তাই,

মধ্যবিত্ত মাঝখানে ঠিক ওদের ভালো নাই!

পায় না তারা উপরে ঠাঁই পায় না নিচে নামার,

বাজেটটা ঠিক পারে নাতো লাগাম ধরে থামার!

দাম বাড়ছে বাড়ুক তবে কোথায় তবে যাবে?

উপর-নিচে দাম বাড়িয়ে দামটা ঠিকই পাবে!

মাঝখানেতে হাবু ডুবু উদাস চোখে চাওয়া,

যন্ত্রনার এ জীবনটা যে গরম তেলের তাওয়া!