বেশ আনন্দে কাটছে সময় কুলি,মজুর,চাষার,
নয়তো সময় এখন যে আর মধ্যবিত্ত হাসার!
উপরে ঠিক ভালোই আছে নিচেও ঠিক তাই,
মধ্যবিত্ত মাঝখানে ঠিক ওদের ভালো নাই!
পায় না তারা উপরে ঠাঁই পায় না নিচে নামার,
বাজেটটা ঠিক পারে নাতো লাগাম ধরে থামার!
দাম বাড়ছে বাড়ুক তবে কোথায় তবে যাবে?
উপর-নিচে দাম বাড়িয়ে দামটা ঠিকই পাবে!
মাঝখানেতে হাবু ডুবু উদাস চোখে চাওয়া,
যন্ত্রনার এ জীবনটা যে গরম তেলের তাওয়া!