আজ খুব মনে পড়ছে তোমায়
কষ্টগুলোকে চাপা দিয়ে এড়িয়ে থাকি
তোমার না বলা কথাগুলো শোনার অপেক্ষায়।
আজ অনেক বেশি ভাবাচ্ছে তোমায়
অনুভূতির শিকড়ে তোমার স্পর্শগুলোতে
এলোমেলো হয়েছি বহুতল হৃদয়ের নিংড়ানো ভালবাসায়।
আজ ভীষণভাবে মনে পড়ছে তোমায়
আবেগের দাড়িপাল্লায় অভিমানে ঝরে পড়ছে
দুচোখের পাড় ঘেষে জলকণা তোমার যাতনায়।
আজ খুব খুব খুব বেশি মনে পড়ছে তোমায়
সুপ্ত বারিধারা বর্ষণে ক্ষত-বিক্ষত তোমার উষ্ণতা
বুকে পাথরের চারদেয়ালে আবদ্ধ বেদনার কাতরতায়।
আজ মনে পড়ছে তোমায় আকুল প্রাণে
ভীষণ ভীষণ মনে পড়ছে প্রেম-বাতায়নে,
অস্থির চঞ্চলতায় জড়িয়ে নিতে চায় মন
ওহে সখা, নীরবতা ভেঙে দাও প্রেম পিয়াসীর টানে।