খুব বেশি মনে পড়ে তাঁকে
— কাকে?
সে আমার প্রিয়জন,
কলিজার মাকে।
তাঁকে ছেড়ে দূরদেশে থাকি
— তা কী?
কিছু নয়, হৃদ কাঁদে
মা মা বলে ডাকি!
সে যে রোজ মোনাজাত ধরে
— পরে?
আমি যেন ভালো থাকি
এই দোয়া করে।
মুখে বলি ভালো আছি, না গো
— মাগো!
আরামের ঘুম দাও,
শুধু রাত জাগো!
দূরে থাকি ভুলে নয় তাঁকে
— মাকে?
হুম তাই, মাকে চাই
প্রাণ শুধু ডাকে।