মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মহানায়ক

রানাকুমার সিংহ 

১৯ আগস্ট, ২০২৩ , ১:০৩ অপরাহ্ণ

উত্তরে যাও
দক্ষিণে বা
পশ্চিমে ও পূর্বে—
একটি নামের
জয়ধ্বনি
ঠিক তোমাকে জুড়বে!

স্বাধীন বাংলার
ঘাস নদী ফুল
শান্ত দীঘির জল,
মহানায়ক
শেখ মুজিবের
পরশে উচ্ছল!