মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মাংসের বন

সালেহীন শিপ্রা

২৬ আগস্ট, ২০২৩ , ১১:২৩ অপরাহ্ণ

শরীর এক মাংসের বন, এতে হারাবার নেশা
তৃষা—ফুল হয়ে মনে ফুটতেই থাকে।

পাতায় পাতায়
বিবিধ নখের ক্ষত পাশে রেখে
বনরুই সরে গেলে মিহি যে কাঁপন
সেখানে তোমার মন, মন নেই—শরীর, শরীর!
সেখানে তোমার স্বর, স্বর নেই—
অরণ্যের আবছা আঁধারে মিশে
মিশকালো পাখির চঞ্চু গোঁজা পালকের ওম, ঘুম ঘুম।

দুরভিসন্ধিভরা মেঘ,
তুমি কি আমার কিছু হও
আর আমি কি তোমার কিছু হই?
চোখের কোণের কাছে গাঢ়তম বিদ্যুৎরেখায়
সহজ কামের পাঠ।
পৃষ্ঠা মেলে ধরে রেখে কী করে নিরক্ষর রই!

শরীর মূলত এক মাংসের বন
কাছে এসে যতবার দূরে সরে যাও,
অন্ধ চোখেরা জানে
তুমি ঠিক ততোখানি তোমার শরীর
যতখানি আমাতে মেলাও।