এক তোড়া লিচু থেকে খেতে থাকলে কমে যাবেই। একজন যত খাবে, অন্যে তত কম পাবে। যে আনন্দ নিজে পেলে অন্যের কমে যায়, তাতে অস্বস্তি থাকে।
একটা গান শুনলে, বারবার শুনলেও, আরেকজনের জন্য কমে যায় না। বই পড়লেও কমে যায় না। গাছের পাতার দিকে তাকালেও, আরেক জনের তাকানোয় কম পড়ে না। নদীতে সাঁতার কাটায় আরেকজনের থেকে কিছু কেড়ে নেওয়া নেই।
এইসব কথা যারা ভাবে, বসে বসে তাদের কথা ভাবি।
কেন এত স্বাদের লিচুও, বুঝতে চেষ্টা করি, অনেকে অনেকগুলো খেয়ে ফেলে না?
কেন তারা থামে?
কিছু কিছু না-পারাতেই, মানুষ খানিকটা মানুষ।