মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মানুষ

আদিল ফকির

২৭ মে, ২০২৩ , ১১:৪৬ পূর্বাহ্ণ

মানুষ

আমি এখন একা, গুটিয়ে থাকা গুটিপোকা

খাই পাতা, হয় সুতা

আমি সেই এক গুটিপোকা!

কষ্ট খাই, কষ্ট হয়

রাতজাগা আমি সেই একা

শুধু কষ্ট কষ্টে কষ্টের কষ্টিপাথর, মেলেনা দেখা

বাম সিনানে হাত দে, শুধু মানুষের কথা

এতো প্রখর হয় কেমনে?

মা- নু- ষ!!!