মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মৃত্যুঞ্জয়

সরকার বাবলু

২৯ জুলাই, ২০২৩ , ১২:০৯ অপরাহ্ণ

মৃত্যুঞ্জয় - সরকার বাবলু

কবির ভাষায় কাব্য তুমি
বিশ্বে দূরন্ত মহীয়ান
তুমি বীর দর্পে গর্জে উঠা
বাঙালির জয়গান।

তুমি সবুজের বুকে দুর্বার
বিস্ময় কলতান
তুমি দ্রোহের উত্তাপে আগ্নেয়গিরি
সাহসী আগুয়ান।

তুমি কৃষাণের রাখালিয়া বাঁশির সুর
গরীব দু:খীর প্রাণ
তুমি সকালের সূর্যোদয়
পৌষের শুভ্র ঘ্রাণ।

তুমি মমতাময়ী মা জননীর
বীর শ্রেষ্ঠ সন্তান
তুমি পদ্মা মেঘনা যমুনার বুকে
রবে বহমান।

তুমি ভালোবাসা দিয়ে
সারা বিশ্ব করেছিলে জয়
তুমি চিরঞ্জীব
তুমিই মৃত্যুঞ্জয়।