রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১১১৬ – তম সাহিত্য বৈঠক ২৫শে আগস্ট ২০২৩ শুক্রবার সন্ধ্যায় পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ও পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের বর্তমান সভাপতি হাসনা হেনা বেগম রোজী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ” সোনার তরী “কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট সাহিত্যিক,আবৃত্তি প্রশিক্ষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। নিজের লেখা কবিতা পাঠ করেন কবি এ এস এম হাবিবুর রহমান, গোলাম রব্বানী, আফজাল হোসেন, সুফি জাহিদ হোসেন। কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী আব্দুল কুদ্দুস, আব্দুছ ছালাম ও মেহেদী মাসুদ। ছড়া পাঠ করেন, ছড়াকার আফরোজা বেগম ও মাহাবুবা লাভীন। নজরুল সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুফি জাহিদ হোসেন। বৈঠকে আর্থসামাজিক পত্রিকা ” পূর্বা ” এর জানুয়ারি ‘২৩ সহ দুটি সংখ্যার পাঠ উন্মোচন করা হয়। পত্রিকাটির সম্পাদকীয় পাঠ করে শোনান প্রফেসর মোহাম্মদ শাহ আলম। পত্রিকার মান্যবর সম্পাদক একেএম শামসুদ্দিন ঢাকা থেকে রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের জন্য ডা. মফিজুল ইসলাম মান্টুর কাছে যে কপি পাঠান তাও হস্তান্তর করা হয়। ২৭শে আগস্ট ২০২৩ রবিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল ৫ টায় পরিষদ কার্যালয়ে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে যোগ দেবার জন্যে সকলকে আমন্ত্রণ জানান সভাপতি ও সম্পাদক। সাহিত্য বৈঠকটির সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।