শোনেন সকল মুসলমান
যারা কল্যাণ পেতে চান,
ঘটিয়ে কল্পনার অবসান
হাজির হয়েছে মাহে রমজান।
রসুল বলেন এক মুহূর্তও
হয় না যেন অপচয়,
রোজা দিয়েই তৈরি হবে
আল্লাহভীতি এবং ভয়।
এ মাসটি আরো মর্যাদাবান কারণ,
এ মাসেই নাজিল হয়েছে কোরআন।
এবং আরো আছে বরকতময় একটি রাত
আল্লাহ দিও মোদের সকল গুণাহ থেকে নাজাত।