মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

রমজান

মো. শাহীনুর ইসলাম

১ এপ্রিল, ২০২৩ , ৩:১৬ অপরাহ্ণ ;

রমজান

 শোনেন সকল মুসলমান

যারা কল্যাণ পেতে চান,

ঘটিয়ে কল্পনার অবসান

হাজির হয়েছে মাহে রমজান।

রসুল বলেন এক মুহূর্তও

হয় না যেন অপচয়,

রোজা দিয়েই তৈরি হবে

আল্লাহভীতি এবং ভয়।

এ মাসটি আরো মর্যাদাবান কারণ,

এ মাসেই নাজিল হয়েছে কোরআন।

এবং আরো আছে বরকতময় একটি রাত

আল্লাহ দিও মোদের সকল গুণাহ থেকে নাজাত।

Comments are closed.