মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

রমজান

মো. শাহীনুর ইসলাম

১ এপ্রিল, ২০২৩ , ৩:১৬ অপরাহ্ণ

রমজান

 শোনেন সকল মুসলমান

যারা কল্যাণ পেতে চান,

ঘটিয়ে কল্পনার অবসান

হাজির হয়েছে মাহে রমজান।

রসুল বলেন এক মুহূর্তও

হয় না যেন অপচয়,

রোজা দিয়েই তৈরি হবে

আল্লাহভীতি এবং ভয়।

এ মাসটি আরো মর্যাদাবান কারণ,

এ মাসেই নাজিল হয়েছে কোরআন।

এবং আরো আছে বরকতময় একটি রাত

আল্লাহ দিও মোদের সকল গুণাহ থেকে নাজাত।