মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

রোদ-বৃষ্টির ভালোবাসা

চৌধুরী আসাদ 

১৯ আগস্ট, ২০২৩ , ১২:৫৭ অপরাহ্ণ

বৃষ্টিকে ছুঁয়ে যাই আমি
মুখমন্ডল ঝাপটা নেয় শীতল ভেজা বাতাসের;
পদযুগল মেতে ওঠে প্রেমলীলায় শীতল জলের সাথে।

দেহে আর জলে মাখামাখি এক অটুট বন্ধনে।
বর্ষণ শেষে উঁকি দেওয়া রোদ
দেহের অনাবৃত অঙ্গ ছুঁয়ে দেয়;
মিষ্টি নরম রোদে সতেজ ভাবনাগুলো চঞ্চল
নরম মাটি ছুঁয়ে ছুঁয়ে যায় পদপৃষ্ঠ,
সতেজ সিক্ত তৃণ দেয় তরল ভালোবাসা।