লোকটা টাকা নিয়ে বাজারে গেল,
শরীরে মাংসের গন্ধ নিয়ে ফিরে এল।
কসাইখানার দিকে হাঁটতে থাকা লাল ষাঁড় এই খবর পেয়ে গেল,
চকচক করতে থাকা ছুড়িগুলো এই খবর পেয়ে গেল;
কসাই থেকে কসাইয়ের হাতে হাতে ঘোরে যে টাকাগুলো
গোঁফের নিচে পানের পিচকিরি চেটে চেটে হাসে যে সিন্ডিকেটগুলো
দপ্তর থেকে দপ্তরে মানুষকে গরু মনে করে যে মানুষগুলো-
সবাই এই খবর পেয়ে গেল,
সবাই লোকটার শরীরে থাকা মাংসের গন্ধ পেল-
শুধু পেল না তার ঘরে ঘুমিয়ে থাকা সন্তানগুলো।