তোমায় দেখলে জ্বলে ওঠে
নিজের ভেতরে ওম!
আমায় দেখলে তুমি গলো
যেন আস্ত মোম৷
আমি হই মাংশাসি আর
তুমি তৃণভোজী!
মাংসপিন্ডের লোভ দেখাতে
তুমি আসো রোজই৷
দু’জন ছুটি নিরবধি
চাই উভয়ের জিত৷
দীপ্ত পায়ে কম্পিত হয়
নিচের শক্ত ভীত৷
দলিত এবং মথিত তবু
থাকে না কোনো ক্লেশ!
ক্লান্ত, শ্রান্ত শরীরে থাকে
শুখানুভূতির রেশ৷