মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

শ্রেষ্ঠ বাঙালি তুমি

ব্রজ গোপাল রায় 

১৯ আগস্ট, ২০২৩ , ১২:৫৭ অপরাহ্ণ

চাইলেই কি পাওয়া যায় একজন বঙ্গবন্ধু
হাত বাড়ালেই হয় কি পাওয়া
একজন জাতির পিতা
হাজার বছরের প্রতিক্ষার ফসল
তুমি শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব
বাঙালি জাতির ত্রাতা।

এই পদ্মা—মেঘনা যমুনা উপকুলে
মুগ্ধ সবুজের ক্ষেত ফসলে ফুলে
তারই মাঝে টুঙ্গিপাড়ার
সেই খোকা তুমি
এ জাতির দিশারী দিক
একটি স্বাধীনতা।

তুমি আমাদের লাল—সবুজের মাঝে
দিগন্ত ছোঁয়া উড্ডিন পতাকার ভাঁজে
শৃঙ্খল ভাঙার গানে গানে
তুমি আমাদের
দীপ্ত শপথের উদ্দীপ্ত প্রেরণা এক
মুক্তির বারতা।