পাঠ প্রতিক্রিয়া লেখা বরাবরই একটি দুরূহ কাজ। তবে মুগ্ধতা ডট কমের ‘শনিবারের চিঠি’ নামে যে অনবদ্য সাপ্তাহিক আয়োজনটি করছে এর আনন্দ-অনুভূতি ভিন্ন রকম। ২০২০ খ্রিষ্টাব্দে চালু হওয়া এই অনলাইন ম্যাগাজিনটি দিনে দিনে যথেষ্ট পরিণত হচ্ছে। লেখকদের নিয়মিত লেখা পেলে এটি আরও সমৃদ্ধ হবে নিশ্চয়ই।
গত সংখ্যার শনিবারের চিঠিতে মোট পাঁচটি কবিতা, তিনটি ছড়া, দুটি গল্প, একটি নন ফিকশন, ফেসবুক থেকে সংগৃহীত একটি স্ট্যাটাস এবং একটি ছবি ছাড়াও ‘চিরায়ত পাঠ’ নামে একটি অনবদ্য সংযোজন করা হয়েছে। আমার কাছে গত সংখ্যা থেকে কিছু দুর্বল এবং কিছু সবল লেখা পাওয়া গেছে। সবল লেখাগুলো থেকে দুর্বল লেখার লেখকেরা শিখবেন-এই প্রত্যাশা করাই যায়। আর কিছু বানান ভুল চোখে পড়েছে, এগুলো নিয়ে সম্পাদকমণ্ডলী আরও সতর্ক হবেন বলে আশা করি। আজ আর বিস্তারিত না লিখে আগামী সপ্তাহে বা অন্য কোনোদিন লেখার প্রত্যাশায় রইলাম। এগিয়ে যাক মুগ্ধতা ডট কম এবং এর লেখক ও পাঠকেরা।