বিয়ে হলে মানুষের পরিবর্তন আসে। নতুন সংসার হয়। নতুন মানুষ জন। নতুন সম্পর্ক!সব মিলে ব্যস্ততা!
কিন্তু এমন ব্যক্তিরাও রয়েছে যারা পরিবর্তন হলেও অন্তত পুরোনো সম্পর্ক গুলোকে একটু হলেও সময় দেয়।
আচ্ছা যারা খুব বেশি পরিবর্তন হয় এবং যারা কম পরিবর্তন হয় তাদের জন্য কি দিন—রাত ২৪ ঘন্টা নয়! নাকি বেশি ব্যস্ত ব্যক্তিদের ১৮ ঘণ্টা।
ভাই—বোন বা যে সম্পর্ক হোক এতোটা পরিবর্তন হওয়া উচিত নয় যে অতীতে ফেলে আসা দিনগুলো মনে পড়লে গাঁয়ের লোম শিউরে উঠে। অন্তত যারা পরিবারের ছোটো সন্তান তাদেরকে বড় ভাই—বোন রা একদম জন্ম হওয়ার পর থেকে কোলেপিঠে মানুষ করে যেমনটা বর্তমানে তারা তাদের সন্তানকে মানুষ করছে।
তাহলে সম্পর্কে এতোটা টানা পোড়া কেন?
নাকি বয়সের সংখ্যা ধরে বেড়ে উঠা বৃহৎ অন্যায়?
নাকি দায়িত্ব থেকে এড়িয়ে চলা? নাকি এটা ভাবনাতে আসে যে দায়িত্ব মানেই টাকা দিতে হবে?
ভালোবাসা টা কি যথেষ্ট নয়?