গানের মাঝে সুরের লহর
কাব্যে দ্রোহের ধ্বনি
উঠতো হেসে আলোর ঝলক
শুনে তোমার বাণী।
গজল যে হায় দিলের দিশা
পুঁথি পাঠে বন্দনা
ঈমান আমল সবই ছিলো
শ্রেষ্ঠ তুমি মন্দ না।
গল্প—নাটক একই সুতায়
তুনতে থরে থরে
এক নিমিষে পাঠ করে হায়
হৃদয়টা যায় ভরে।
বাক হারিয়ে চুপটি করে
ছাড়লে ইহকূল
আর পাবো না এই জনমে
বিদ্রোহী নজরুল।