১ সেপ্টেম্বর/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২৩০২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ – এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আজকের এ আসর জাতীয় কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামকে নিবেদন করা হয়।
আসরে ছড়াকার সাঈদ সাহেদুল ইসলাম-এর প্রাণবন্ত উপস্থাপনায় লেখা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, মাহমুদ ইলাহী মন্ডল, বিমলেন্দু রায়, জাহিদ হোসেন, জাকির আহমেদ, ফারহান শাহীল লিয়ন, জোসেফ আখতার, রোমানুর রহমান রোমান, মৃনাল রায় প্রমুখ । আসরের লেখাগুলো নিয়ে আলোচনা করেন কবি তৈয়বুর রহমান বাবু।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।
রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১১১৮- তম সাহিত্য বৈঠক ১লা সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার সন্ধ্যায় পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্য বৈঠকটি প্রখ্যাত তবলা বাদক সদ্যপ্রয়াত সুবিরেশ দাশগুপ্ত বাঘা- কে নিবেদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি হাসনা হেনা বেগম রোজী। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, লালন ও স্মৃতিচারণমূলক কাজ করবার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা, কবি ও লেখক কালী রঞ্জন বর্মণ। তিনি রাজবংশী ভাষা নিয়ে কাজ করবারও তাগিদ দেন। আত্মস্মৃতিমূলক গ্রন্থ ” বলা না বলা কথা “র পান্ডুলিপি থেকে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সোবহান। সাহিত্যালোচনায় আরো অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, পরিষদ উপদেষ্টা সুশান্ত চন্দ্র খাঁ, এড. মাসুম হাসান। স্বরচিত কবিতা পাঠ করেন কবি খন্দকার মাহফুজার রহমান,এড.মাসুম হাসান, সুফি জাহিদ হোসেন, আফজাল হোসেন, মাহমুদ ইলাহী মন্ডল। কবিতা আবৃত্তিতে অংশ নেন,বাচিক শিল্পী আব্দুল কুদ্দুস,মামুন উর রশিদ, মেসবাউর রহমান, মুহিব্বুল ইসলাম মুন, আফরোজা বেগম, ডা. সমর্পিতা ঘোষ, রায়ান ওয়াসিক ঋদ্ধ। অণু গল্প পাঠ করেন নুর উন নবী। বিশিষ্ট তবলা বাদক সুবিরেশ দাশগুপ্ত বাঘাকে নিয়ে স্মৃতিচারণ করেন পুষ্পজিৎ রায়। পঠিত লেখাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টুু। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাট্যকর্মী সুধারঞ্জন বর্মণ, কবি মমতাজুর রহমান বাবু, বাচিক শিল্পী মেহেদী মাসুদ। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।