দেখেন চাচা মামা জ্যাঠা
দ্যাখেন বুবু মেজ দা
গোল কইরা সবুজ মাঠে
সি-আর দিলো সেজদা।
সি-আর মানে রোনালদো তা
সকারপ্রেমি জানতো
সমকালের ফুটবলে তার
অনেক উঁচা মান তো।
সেই রোনালদো গোল উল্লাসে
নামিয়ে পদ ও হস্তকে
‘সিউ’ এর পরে আতকা দারুণ
সেজদা দিলো মস্তকে।
সেই সেজদা ভাইরালে হয়
ধন্য ধন্য রব তো
রোনালদো সে লাকি সেভেন-
সৌভাগ্যের সপ্ত!