মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

স্তব্দগান

শুভ্র সরকার

২২ জুলাই, ২০২৩ , ৫:০২ অপরাহ্ণ

স্তব্দগান - শুভ্র সরকার

মনের ঘোড়ারা যাচ্ছে দুলে
সাজসজ্জা, মুখসহ ছাই

বাতাসে সবুজ বন গুঞ্জরন

দূরের ভূগোলে বিচ্ছুরিত আলোড়ন
পোড়াপথ খুঁড়ের ছাপ
ধুলোর আলোয় মেশানো ধানগাছ

বুকে চাঁদ গুজে কাতরাই
কয়টা দিনের জীবন পেরোলেই
আমি হব এক ভূমির যাদুকর

তাতে স্তব্দগান ভেবে কী লাভ?