মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

স্বপ্ন জেগে উঠুক

বজলুর রশীদ

১৭ জুন, ২০২৩ , ১১:২৩ পূর্বাহ্ণ

স্বপ্ন জেগে উঠুক

সারাবেলায় মৌমাছিদের

স্বপ্ন জেগে

উঠুক,

আঁধার টুটে ফুলকলিরা-

পাপড়ি মেলে ফুটুক। 

নীল ভ্রমরা গান গাহিবে 

গুন গুন গুন 

সুরে,

বর্ণিল রঙের ফুলে ফুলে 

থাকুক বাগান জুড়ে।

রাতের বেলায় আলতাপরি-

স্বপ্নডানায় 

ছুটুক,

ঘুমভাঙানো গান শুনিয়ে 

সুবাসে ফুল ফুটুক।