মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

স্বপ্ন পূজারী 

মিলন ইমদাদুল

৩ জুন, ২০২৩ , ৯:০৯ অপরাহ্ণ

স্বপ্ন পূজারী 

চোখের ভিতর যে ঘর হেঁটে বেড়ায় অবিরত—

ঘুমাইলে যারে খোয়াবে দেখি প্রতিনিয়ত 

সে ঘর আমার নয়—তবুও স্বপ্ন আঁকি নীরবে।

যে পাখিদের ঘর থাকে না কোনোদিন—কেবল  

সেই জানে ঘর হারানোর কী বেদনা! 

মানুষ আজন্মকাল তার কর্মে বেঁচে থাকে

অন্যের চোখের দিকে চেয়ে আপন স্বপ্ন আঁকে।

কেউ কেউ সুখী হয়—কেউ হয় না কোনোদিন  মূলত মানুষ স্বভাবগত স্বপ্নপূজারী