মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

টিপটিপ, পানির মতো কোরে এই প্রশ্নটি

ফারহান ইশরাক

৯ সেপ্টেম্বর, ২০২৩ , ১২:৫৯ অপরাহ্ণ

আশ্চর্য আগুন, পানি বললো, এ কেমন দেশলাই
নেভার নাম নাই, ঊরুকোরকের চিপা সব জানে।

মরতে যাই, আক্ষরিক, অসম্ভব সুন্দরকে সঙ্গে কোরে, নারী! কার কত উপযোগ, একটু অর্থনীতির গলায়ই বলছি: মৃত্যু ও সৌন্দর্য দুয়ে, এলো যেন একের মধ্যে, নাটকীয়, নাটকীয়!

ভাবি কেবল, পাগল পাগল মনে, কৌতূহল, শিশু শিশু সরল চিন্তায়! এমনই হোক এই বেলা: উভয়ে রইলো টিকে গলায় গলায়, হায়, এও হবে নাকি?