রাতের নিস্তব্ধতা ভাঙে মুয়াজ্জিনের সুর,
হিমেল সমীরণে দোল খায় পাখির কলকাকলি,
প্রভাতী রবির উষ্ণতা খোঁজে শিশির ভেজা সকাল,
মায়ের বুকের ওমে সদ্যজাত শিশুর অপরূপ হাসি,
আকাশ বাতাস জুড়ে ভেসে আসে সেই সুর, সেই গান –
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
বঞ্চনার আকাশ হতে সরে যায় কালো মেঘ,
নক্ষত্ররা খেলা করে রঙিন পাপড়ি মেলে,
হাসে চাঁদ, কাটে রাত, আসে ভোর,
উল্লাসে হাসে সোনালি সুদিন।
মাঠে মাঠে সবুজ নরম ঘাসে সূর্যের অপরূপ হাসি,
কিষাণ-কিষাণী আর রাখাল-মাঝির কণ্ঠে সেই গান –
‘চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি—- ‘
অবশেষে রক্ত-নদীতে ধুয়ে-মুছে গড়ে ইতিহাস,
সীমাহীন নিপীড়ন, শোষণ-জুলুমের হয় অবসান,
আসে সুখ, আসে শান্তি, হাসে স্বাধীনতা।
মাঠের সবুজ ক্ষেতে ঊষার লাল সূর্যের হাসি,
যেন সবুজ হৃদয় জুড়ে সুশোভিত ভোর,
আকাশে বাতাসে ওড়ে লাল-সবুজ স্বাধীন পতাকা
সবুজ দেশের বুকে আলোকিত সূর্যের হাসি।
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”।