অমর একুশে

জাহিদ হোসেন এর কবিতা

অভিমানী শীত

কুয়াশার আতর মেখে মেখে

নাবালক ভালোলাগাগুলো বিবেকের গায়ে লেপ্টে থাকে

আধফোঁটা ব্যালকনিতে-

সমাপিকা ক্রিয়ার বাক্য, ফ্লেক্সিবল ঠোঁট, স্বার্থপর জ্যোৎস্নাও

অনিয়মিত নাচানাচি করে নিষ্পাপ ঘুমের রাতে।

মাঝে মাঝেই ওরা ক’জন

পথে হেঁটে হেঁটে নিকোটিন ভাগাভাগি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অমর একুশে

জাহিদ হোসেন এর কবিতা

অভিমানী শীত

কুয়াশার আতর মেখে মেখে

নাবালক ভালোলাগাগুলো বিবেকের গায়ে লেপ্টে থাকে

আধফোঁটা ব্যালকনিতে-

সমাপিকা ক্রিয়ার বাক্য, ফ্লেক্সিবল ঠোঁট, স্বার্থপর জ্যোৎস্নাও

অনিয়মিত নাচানাচি করে নিষ্পাপ ঘুমের রাতে।

মাঝে মাঝেই ওরা ক’জন

পথে হেঁটে হেঁটে নিকোটিন ভাগাভাগি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *