শারমিন আখতার মনির কবিতা এর কবিতা
সালাম, রফিক, জব্বার
এবং নাম না জানা –
বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা।
তোমাদের দেখিনি আমি,
শুনিনি তোমাদের শ্লোগান।
তবু আজও শুনি তার প্রতিধ্বনি,
বাংলার বাতাসে।
তাজা রক্তের গন্ধ অনুভব করি,
টকটকে লাল গোলাপে।
শুকিয়ে যাওয়া রক্তের কালো দাগ দেখি বর্ণমালা বইয়ের পাতায়,
তোমাদের আত্মত্যাগের জয়োধ্বনি শুনি
মাঠে মাঠে কৃষকের মুখে।
তোমাদের সুর আজও ভেসে আসে
দাঁড় টানা মাঝির গানে।
তোমাদের কথা আজও শোনা যায়-
পাখির কলকাকলীতে,
বিশ্বের বুকে ফিরে আসো তোমরা
একুশে ফেব্রুয়ারিতে।
শারমিন আখতার মনির কবিতা এর কবিতা
সালাম, রফিক, জব্বার
এবং নাম না জানা –
বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা।
তোমাদের দেখিনি আমি,
শুনিনি তোমাদের শ্লোগান।
তবু আজও শুনি তার প্রতিধ্বনি,
বাংলার বাতাসে।
তাজা রক্তের গন্ধ অনুভব করি,
টকটকে লাল গোলাপে।
শুকিয়ে যাওয়া রক্তের কালো দাগ দেখি বর্ণমালা বইয়ের পাতায়,
তোমাদের আত্মত্যাগের জয়োধ্বনি শুনি
মাঠে মাঠে কৃষকের মুখে।
তোমাদের সুর আজও ভেসে আসে
দাঁড় টানা মাঝির গানে।
তোমাদের কথা আজও শোনা যায়-
পাখির কলকাকলীতে,
বিশ্বের বুকে ফিরে আসো তোমরা
একুশে ফেব্রুয়ারিতে।