অমর একুশে

রবীন জাকারিয়ার কবিতা এর কবিতা

আমার ভাষা

তুমি রয়েছো মোর সমস্ত চেতনায়

তুমি রয়েছো সুখ-দুঃখ, বেদনায়

তুমি আছো কৃষাণ বধূর গানে

ধান শালিক আর কোকিলের ডাকে

রাজপথ আর মেঠোপথের মাঝে

তুমি রয়েছো সকাল-সাঝে

তুমি বায়ান্নর একুশেতে

সালাম, রফিক আর বরকতের রক্তে

রাজপথ করেছো রক্তস্নান

তুমি থাকবে চির অম্লান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অমর একুশে

রবীন জাকারিয়ার কবিতা এর কবিতা

আমার ভাষা

তুমি রয়েছো মোর সমস্ত চেতনায়

তুমি রয়েছো সুখ-দুঃখ, বেদনায়

তুমি আছো কৃষাণ বধূর গানে

ধান শালিক আর কোকিলের ডাকে

রাজপথ আর মেঠোপথের মাঝে

তুমি রয়েছো সকাল-সাঝে

তুমি বায়ান্নর একুশেতে

সালাম, রফিক আর বরকতের রক্তে

রাজপথ করেছো রক্তস্নান

তুমি থাকবে চির অম্লান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *