প্রমথ রায়ের কবিতা এর কবিতা
টুকরো টুকরো শুকনো পাতা কুড়োতে গিয়ে আমি শব্দের মমতা বুঝি
কেউ কেউ গেঁয়ো ভাষায় গেয়ে যায় গান
সময়ের টিক টিক শব্দ আমাকে বলে যায়
মিথ্যে প্রণয়ও মধুর হয় মধুরতম ভাষায়
গাংচিলের গালিও তাহাদের মায়ের ভাষা
তাইতো ভুল ফন্টে আমি মায়ের ভাষা লিখি
অজস্র অশ্রু বোঝার জন্য আমার ভাষার খুব প্রয়োজন
আমি এসব আয়োজন ভুলে নিরুপায় হয় কথা বলতে ভুলে যাই
যদি ভুল করে ভুল কিছু বলি তবে আমার পূর্বপুরুষের দায়বদ্ধতা প্রশ্নাতীত হবে।
প্রমথ রায়ের কবিতা এর কবিতা
টুকরো টুকরো শুকনো পাতা কুড়োতে গিয়ে আমি শব্দের মমতা বুঝি
কেউ কেউ গেঁয়ো ভাষায় গেয়ে যায় গান
সময়ের টিক টিক শব্দ আমাকে বলে যায়
মিথ্যে প্রণয়ও মধুর হয় মধুরতম ভাষায়
গাংচিলের গালিও তাহাদের মায়ের ভাষা
তাইতো ভুল ফন্টে আমি মায়ের ভাষা লিখি
অজস্র অশ্রু বোঝার জন্য আমার ভাষার খুব প্রয়োজন
আমি এসব আয়োজন ভুলে নিরুপায় হয় কথা বলতে ভুলে যাই
যদি ভুল করে ভুল কিছু বলি তবে আমার পূর্বপুরুষের দায়বদ্ধতা প্রশ্নাতীত হবে।