আহসান লাবিব এর কবিতা
খুব নীরবেই একটা হিমেল হাওয়া ধাক্কা দেয়
শহীদ মিনারের বিপরীতে দাঁড়িয়ে থাকা বিবস্ত্র বাস্তবতায়।
শীতের রাত্রিতে দেহের একমাত্র চাদর হিসেবে লেপ্টে থাকে
এক নিঃস্বার্থ কুকুর!
জাগতিক বন্ধনের পিছুটান না থাকায় ফুটপাতের পিঠে
আলিঙ্গনের মধ্যে তাদের অমলিন বন্ধুত্ব।
সভ্যতার এ নির্মম চিত্রকলার_
সাক্ষী কুয়াশার চোখ দিয়ে শিশিরের পতন।
চাঁদের আবছায়া আলোয় ভেসে আসে উষ্ণ মায়া!
শীতের কনকনে আবহাওয়ার
এ দৃশ্যকে ফ্রেম বন্দি করে রেখেছি কয়েক যুগ।
আহসান লাবিব এর কবিতা
খুব নীরবেই একটা হিমেল হাওয়া ধাক্কা দেয়
শহীদ মিনারের বিপরীতে দাঁড়িয়ে থাকা বিবস্ত্র বাস্তবতায়।
শীতের রাত্রিতে দেহের একমাত্র চাদর হিসেবে লেপ্টে থাকে
এক নিঃস্বার্থ কুকুর!
জাগতিক বন্ধনের পিছুটান না থাকায় ফুটপাতের পিঠে
আলিঙ্গনের মধ্যে তাদের অমলিন বন্ধুত্ব।
সভ্যতার এ নির্মম চিত্রকলার_
সাক্ষী কুয়াশার চোখ দিয়ে শিশিরের পতন।
চাঁদের আবছায়া আলোয় ভেসে আসে উষ্ণ মায়া!
শীতের কনকনে আবহাওয়ার
এ দৃশ্যকে ফ্রেম বন্দি করে রেখেছি কয়েক যুগ।