মোস্তারী মিতা এর কবিতা
ছোট্ট একটা ঘর
ছোট্ট একটা জানালা তার,
সদর দরজাটা সবসময় খোলা
কিন্তু সেখানে এক অদৃশ্য দেয়াল
যা পেরোনো দুঃসাধ্য আমার।
আমি তাকিয়ে আকাশ দেখি
দেখি পাখির স্বাধীনতা,
আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি
কত শত আকুলতা।
আমারতো ইচ্ছে করে
ডানা মেলতে,
ইচ্ছে করে দুপথ হাঁটি
হাতটা রেখে তোমার হাতে।
পদ্মজলে পা ভেজাতে
ভীষণ রকম ইচ্ছে করে,
সেই পদ্মই খোঁপায় গুঁজে
দিতেই পারো চুপ আদরে।
চাইলে কি আর হয়রে পাওয়া
তবু চাওয়া, কত চাওয়া,
দিন শেষে বুক খালি
ইচ্ছেতে গুড়ে বালি।।
মোস্তারী মিতা এর কবিতা
ছোট্ট একটা ঘর
ছোট্ট একটা জানালা তার,
সদর দরজাটা সবসময় খোলা
কিন্তু সেখানে এক অদৃশ্য দেয়াল
যা পেরোনো দুঃসাধ্য আমার।
আমি তাকিয়ে আকাশ দেখি
দেখি পাখির স্বাধীনতা,
আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি
কত শত আকুলতা।
আমারতো ইচ্ছে করে
ডানা মেলতে,
ইচ্ছে করে দুপথ হাঁটি
হাতটা রেখে তোমার হাতে।
পদ্মজলে পা ভেজাতে
ভীষণ রকম ইচ্ছে করে,
সেই পদ্মই খোঁপায় গুঁজে
দিতেই পারো চুপ আদরে।
চাইলে কি আর হয়রে পাওয়া
তবু চাওয়া, কত চাওয়া,
দিন শেষে বুক খালি
ইচ্ছেতে গুড়ে বালি।।