মাসুদ বশীরের কবিতা এর কবিতা
বাসন্তী সুবাস ছুঁয়েছে মনে
বাসন্তী রঙের আলপনায়।
পৃথিবীর আবদ্ধ নিশ্বাস আজ খুঁজে পাক
বাসন্তী মনের গোলাপ,
গোলাপ সুবাসে মিলন বাসরে এসোনা প্রিয়-
তোমার অদেখা রঙের কারুকাজে
আজ গড়ে তুলি স্বপ্নের সোনার বাংলা।
স্মৃতির আলপনায় নম্র পায়ে চলো হেঁটে যাই
শহীদ মিনার…
একমুঠো আলো হাতে শ্রদ্ধাভরে জানাই প্রণাম।
ভাষা শহীদের অমলিন আত্মত্যাগে পেয়েছি যে বর্ণমালা সে মালায় গেঁথে ফেলি সৌহার্দ্য প্রীতির বন্ধন।
শ্রদ্ধাভরে স্মরণে গেয়ে উঠি একুশের গান-
“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি “।
মাসুদ বশীরের কবিতা এর কবিতা
বাসন্তী সুবাস ছুঁয়েছে মনে
বাসন্তী রঙের আলপনায়।
পৃথিবীর আবদ্ধ নিশ্বাস আজ খুঁজে পাক
বাসন্তী মনের গোলাপ,
গোলাপ সুবাসে মিলন বাসরে এসোনা প্রিয়-
তোমার অদেখা রঙের কারুকাজে
আজ গড়ে তুলি স্বপ্নের সোনার বাংলা।
স্মৃতির আলপনায় নম্র পায়ে চলো হেঁটে যাই
শহীদ মিনার…
একমুঠো আলো হাতে শ্রদ্ধাভরে জানাই প্রণাম।
ভাষা শহীদের অমলিন আত্মত্যাগে পেয়েছি যে বর্ণমালা সে মালায় গেঁথে ফেলি সৌহার্দ্য প্রীতির বন্ধন।
শ্রদ্ধাভরে স্মরণে গেয়ে উঠি একুশের গান-
“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি “।