হাই হাফিজের কবিতা এর কবিতা
একুশ আমার
হারিয়ে যাওয়া হাজার ভাইয়ের লাশ,
একুশ আমার
মায়ের-বোনের কান্নার ইতিহাস ।
একুশ আমার
স্মৃতির তোরণ, হাজার ফুলে ভরা,
একুশ আমার
সবুজ স্বদেশ হৃদয় দিয়ে গড়া ।
একুশ আমার
সকাল বেলার রক্ত রাঙা রবি,
একুশ আমার
অশ্রুভেজা করুণ আঁখির ছবি ।
একুশ আমার
নদীর জোয়ার হাজার ঢেউয়ের খেলা,
একুশ আমার
জোছনা রাতে স্নিগ্ধ ধারার মেলা ।
একুশ আমার
সবুজ বনের পাখ-পাখালির সুর,
একুশ আমার
কালবোশেখি, বসন্তে রোদ্দুর ।
একুশ আমার
ফিরিয়ে পাওয়া মায়ের বুকের ধন,
একুশ আমার
স্বপ্নঘেরা অমূল্য রতন ।
একুশ আমার
ভাষার বাহন আমার মুখের গ্রাস,
যার প্রেরণায়
বাংলা ভাষা বলছি বারোমাস ।
হাই হাফিজের কবিতা এর কবিতা
একুশ আমার
হারিয়ে যাওয়া হাজার ভাইয়ের লাশ,
একুশ আমার
মায়ের-বোনের কান্নার ইতিহাস ।
একুশ আমার
স্মৃতির তোরণ, হাজার ফুলে ভরা,
একুশ আমার
সবুজ স্বদেশ হৃদয় দিয়ে গড়া ।
একুশ আমার
সকাল বেলার রক্ত রাঙা রবি,
একুশ আমার
অশ্রুভেজা করুণ আঁখির ছবি ।
একুশ আমার
নদীর জোয়ার হাজার ঢেউয়ের খেলা,
একুশ আমার
জোছনা রাতে স্নিগ্ধ ধারার মেলা ।
একুশ আমার
সবুজ বনের পাখ-পাখালির সুর,
একুশ আমার
কালবোশেখি, বসন্তে রোদ্দুর ।
একুশ আমার
ফিরিয়ে পাওয়া মায়ের বুকের ধন,
একুশ আমার
স্বপ্নঘেরা অমূল্য রতন ।
একুশ আমার
ভাষার বাহন আমার মুখের গ্রাস,
যার প্রেরণায়
বাংলা ভাষা বলছি বারোমাস ।