এস এম খলিল বাবুর দুটি ছড়া এর কবিতা
১
আমার প্রিয় বর্ণমালা মায়ের মুখের বুলি
এই ফাগুনে পলাশ ফোটা ভাষার দুয়ার খুলি।
গাছে গাছে শুনছি আজো সেই কোকিলের ডাক
আমার ভাষা তোমার ভাষা বিশ্বজুড়ে থাক।
গাঁও গেরামের পথে পথে ভাষারই স্লোগান
‘আমার ভাইয়ের রক্তেরাঙা’ গেয়ে যাই সেই গান।
গান গেয়ে যাই নদীর বাঁকে ফসল ভরা মাঠে
মাঠের পাশে আল দিয়ে যায় জলকে বধূ ঘাটে।
ঘাটের কাছে নৌকা বাঁধা কণ্ঠে মাঝির গান
এইতো আমার মহান একুশ বিশ্বভরা প্রাণ ॥
২
আমার ভাষা জানতো মায়ে
এখন জানি আমি
বাংলা আমার প্রাণের ভাষা
বিশ্বে আছে কমই।
এস এম খলিল বাবুর দুটি ছড়া এর কবিতা
১
আমার প্রিয় বর্ণমালা মায়ের মুখের বুলি
এই ফাগুনে পলাশ ফোটা ভাষার দুয়ার খুলি।
গাছে গাছে শুনছি আজো সেই কোকিলের ডাক
আমার ভাষা তোমার ভাষা বিশ্বজুড়ে থাক।
গাঁও গেরামের পথে পথে ভাষারই স্লোগান
‘আমার ভাইয়ের রক্তেরাঙা’ গেয়ে যাই সেই গান।
গান গেয়ে যাই নদীর বাঁকে ফসল ভরা মাঠে
মাঠের পাশে আল দিয়ে যায় জলকে বধূ ঘাটে।
ঘাটের কাছে নৌকা বাঁধা কণ্ঠে মাঝির গান
এইতো আমার মহান একুশ বিশ্বভরা প্রাণ ॥
২
আমার ভাষা জানতো মায়ে
এখন জানি আমি
বাংলা আমার প্রাণের ভাষা
বিশ্বে আছে কমই।