ফজলে রাব্বী এর কবিতা
ঠিক কতটা আমরা স্বাধীন
বলতে কি কেউ পারো?
দেশটা জুড়ে চলছে কি সব
আছে হিসেব কারও?
স্বাধীন এখন সেসব মানুষ
নয় জননী বোন,
এমন দেশে করছে যারা
শান্তিতে ধর্ষণ।
স্বাধীন মানুষ প্রতিদিনই
পকেট ভরায় ঘুষে-
আমজনতার রক্তে গড়া
দেশটাকে খায় চুষে।
আজকে দেখো স্বাধীন দেশে
দোষটি করেও যারা-
রাজার বেশে ঘুরছে সুখে
স্বাধীন মানুষ তারা।
ফজলে রাব্বী এর কবিতা
ঠিক কতটা আমরা স্বাধীন
বলতে কি কেউ পারো?
দেশটা জুড়ে চলছে কি সব
আছে হিসেব কারও?
স্বাধীন এখন সেসব মানুষ
নয় জননী বোন,
এমন দেশে করছে যারা
শান্তিতে ধর্ষণ।
স্বাধীন মানুষ প্রতিদিনই
পকেট ভরায় ঘুষে-
আমজনতার রক্তে গড়া
দেশটাকে খায় চুষে।
আজকে দেখো স্বাধীন দেশে
দোষটি করেও যারা-
রাজার বেশে ঘুরছে সুখে
স্বাধীন মানুষ তারা।