মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ এর কবিতা
বুকভাঙা আহত আর্তনাদগুলো
এখন ছুঁয়ে যায় না কারোর হৃদয়ে।
ট্রাকের চাপায় পিষ্ট জীবন, ধর্ষকের
থাবায় অনিরাপদ মায়ের পবিত্র দেহ।
আমি কার কাছে চাইবো জীবনের স্বাধীনতা?
বেকারত্বের অবসাদে পোড়া এই দেশ
দ্রব্যমূল্যের উর্ধগতিতে উদ্বিগ্ন মধ্যবিত্তের সংসার-
আর আমি স্বাধীনতার স্বগৌরব নিয়ে
আর কতোদিন কাটাবো এমন জীবন?
বলো,
আমি কার কাছে চাইবো জীবনের স্বাধীনতা?
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ এর কবিতা
বুকভাঙা আহত আর্তনাদগুলো
এখন ছুঁয়ে যায় না কারোর হৃদয়ে।
ট্রাকের চাপায় পিষ্ট জীবন, ধর্ষকের
থাবায় অনিরাপদ মায়ের পবিত্র দেহ।
আমি কার কাছে চাইবো জীবনের স্বাধীনতা?
বেকারত্বের অবসাদে পোড়া এই দেশ
দ্রব্যমূল্যের উর্ধগতিতে উদ্বিগ্ন মধ্যবিত্তের সংসার-
আর আমি স্বাধীনতার স্বগৌরব নিয়ে
আর কতোদিন কাটাবো এমন জীবন?
বলো,
আমি কার কাছে চাইবো জীবনের স্বাধীনতা?