অনিরুদ্ধ সরকার এর কবিতা
পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটার নাম চাঁদ
পৃথিবীর সবথেকে দুর্ভাগা মেয়েটার নামও চাঁদ।
চাঁদের নিজস্ব কোনো ধর্ম নাই
আজ যে চাঁদ মুসলমানের,কাল সে চাঁদ হিন্দুর
আজ যে চাঁদ ঈদের,কাল সে চাঁদ রাখি পূর্ণিমার।
কোনো কোনোদিন চাঁদ-
নব দম্পতির ভাড়া করা গাতক!
আবার কোনো কোনোদিন চাঁদ স্টেশনের ন্যাংটো ছেলের ঝলসানো রুটি!
বিজ্ঞানীদের কাছে চাঁদ শুধুই পৃথিবীর উপগ্রহ
নভোচারীদের কাছে চাঁদ স্বর্গের অমরাবতী।
রুগ্ন কবির কাছে চাঁদ প্রেমিকা,ভাঙ্গা জানালা দিয়ে প্রতিরাতে আদর খায়।
আকাশের কাছে চাঁদ নাইট গার্ড,
সারারাত পাহাড়া দ্যায়।
দিনশেষে চাঁদ একা,আমার মতো।
চাঁদ আমারই আরেক নাম।
অনিরুদ্ধ সরকার এর কবিতা
পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটার নাম চাঁদ
পৃথিবীর সবথেকে দুর্ভাগা মেয়েটার নামও চাঁদ।
চাঁদের নিজস্ব কোনো ধর্ম নাই
আজ যে চাঁদ মুসলমানের,কাল সে চাঁদ হিন্দুর
আজ যে চাঁদ ঈদের,কাল সে চাঁদ রাখি পূর্ণিমার।
কোনো কোনোদিন চাঁদ-
নব দম্পতির ভাড়া করা গাতক!
আবার কোনো কোনোদিন চাঁদ স্টেশনের ন্যাংটো ছেলের ঝলসানো রুটি!
বিজ্ঞানীদের কাছে চাঁদ শুধুই পৃথিবীর উপগ্রহ
নভোচারীদের কাছে চাঁদ স্বর্গের অমরাবতী।
রুগ্ন কবির কাছে চাঁদ প্রেমিকা,ভাঙ্গা জানালা দিয়ে প্রতিরাতে আদর খায়।
আকাশের কাছে চাঁদ নাইট গার্ড,
সারারাত পাহাড়া দ্যায়।
দিনশেষে চাঁদ একা,আমার মতো।
চাঁদ আমারই আরেক নাম।