রহমান মোস্তাফিজের কবিতা এর কবিতা
চেতনায় একুশ
একুশ আমায় ভাবতে শেখায়
একুশ আমায় জাগতে শেখায়,
একুশ আমায় বুঝতে শেখায়
একুশ আমায় স্বপ্ন দেখায়!
একুশ আমার জন্মে
একুশ আমার রন্ধ্রে,
একুশ আমার নিশ্বাসে
একুশ আমার বিশ্বাসে!
একুশ আমার রক্তে
একুশ আমার চেতনায়,
একুশ আমার অস্তিত্বে
একুশ আমার ভালোবাসায়!