সাঈদ সাহেদুল ইসলাম
হাজার পাখি গাচ্ছে সুরে
‘আয় রে খোকা আয়,
মিষ্টি ফুলের চৈত্রে সবাই
ডাকছি এ বাংলায়।’
এলেন খোকা আলোঘরে
ধরল সবাই গান,
বিশ্বজুড়েই- অমর তিনি
মুজিবুর রহমান।
স্বাধীনতার নিশান ওড়ে
নীলচে আকাশজুড়ে,
মুজিবুরের জন্য তো গাই
বাঙালি গান সুরে।
ফুলের গন্ধে গায় পাখিও
জন্মদিন আজ তার,
শ্রদ্ধা জানাই তাকে সবাই
আমরা হাজার বার।
সাঈদ সাহেদুল ইসলাম
হাজার পাখি গাচ্ছে সুরে
‘আয় রে খোকা আয়,
মিষ্টি ফুলের চৈত্রে সবাই
ডাকছি এ বাংলায়।’
এলেন খোকা আলোঘরে
ধরল সবাই গান,
বিশ্বজুড়েই- অমর তিনি
মুজিবুর রহমান।
স্বাধীনতার নিশান ওড়ে
নীলচে আকাশজুড়ে,
মুজিবুরের জন্য তো গাই
বাঙালি গান সুরে।
ফুলের গন্ধে গায় পাখিও
জন্মদিন আজ তার,
শ্রদ্ধা জানাই তাকে সবাই
আমরা হাজার বার।