মজনুর রহমান এর কবিতা
আমার সাধ হলো
তোমার বুকের মধ্যে দীর্ঘতম ঘুম।
ঘুমের নামে যদি মৃত্যু নেমে আসে
থাকবে না কোন ব্যথা আর।
দূরের মাঠে ঘাসের বনে বনে
আছড়ে পড়েছে সমস্ত সংসার
তবু সেই ঘাসের শিশির ভেঙে
এই বুক শ্রান্তিতে হামাগুড়ি দেয়-
পাখির সাধ হলে ঘুম ভেঙে
ডাক দেয় জননীর ঠোঁট লক্ষ্য করে
হঠাৎ শিকারীর গুলি, মা তবু
খাবার গুঁজে দেয় শিকারের মুখে।
পরিচিত দুঃখী লোকের মতো
এভাবেই, আমি আমার নিজস্ব
দেশ রচনা করি।
মজনুর রহমান এর কবিতা
আমার সাধ হলো
তোমার বুকের মধ্যে দীর্ঘতম ঘুম।
ঘুমের নামে যদি মৃত্যু নেমে আসে
থাকবে না কোন ব্যথা আর।
দূরের মাঠে ঘাসের বনে বনে
আছড়ে পড়েছে সমস্ত সংসার
তবু সেই ঘাসের শিশির ভেঙে
এই বুক শ্রান্তিতে হামাগুড়ি দেয়-
পাখির সাধ হলে ঘুম ভেঙে
ডাক দেয় জননীর ঠোঁট লক্ষ্য করে
হঠাৎ শিকারীর গুলি, মা তবু
খাবার গুঁজে দেয় শিকারের মুখে।
পরিচিত দুঃখী লোকের মতো
এভাবেই, আমি আমার নিজস্ব
দেশ রচনা করি।