পিশাচ বেরিয়ে আসুক,
ক্রোধের রঙ হোক লাল।
আগুনে পুড়ুক আর্তনাদ,
শুকিয়ে যাক সমস্ত জ্বল,
এবার তোমার মৃত্যু হোক।
ঘুমাও তুমি মৃত্যু শয্যায়,
অন্ত হোক ক্লান্তির।
শান্তি চাও?
এখানে শান্তি নেই এ নড়কে আছে শুধু আগুণ,
কেউ এর উত্তাপে যৌনতা খোঁজে,
আর কেউ খোজে মৃত্যু।
এবার তোমার মৃত্যু হোক,
হোক পাপের প্রায়শ্চিত্ত।
পুড়ে যাক তোমার যোনি পথ,
পুড়ে যাও তুমি।
এবার তোমার প্রায়শ্চিত্ত হোক সেই কালো লাইটারের আগুনে।
কি আমার পাপ?
তুমি চেয়েছিলে যত বিদঘুটে উত্তাপ।