মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

নজরটিপ

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

অনেকদিন আগের পৌষের এক উদোম দুপুর-

 

বাম হাতের তালুতে শুয়েছিল যে শিশু উপুড় হয়ে-

কনিষ্ঠা আর বৃদ্ধাঙ্গুলির ভেতর অর্ধবৃত্ত পাঁজর তাহার।

তর্জনী তখন ঠিক বুকের মধ্যখানে, অদূর ডানে

মধ্যমা আর অনামিকা-

আহা! যেন গিটারের তারে স্বর্গীয় সুর

 

পিঠ গড়িয়ে, চুল ভিজিয়ে, কানের পিঠ ছুঁয়ে

ঝরে পড়ছে জল, ভেজা চোখ তখন মাটিতে রাখা তেলের বোতলে

 

কান্না থামাতে কোন গানটা গেয়েছিলেন মা, মনে নাই