মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

নতুন করে বাঁচি

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

অব্যক্ত নিনাদে আবছা আলোর আশায়,

পড়ে থাকা অন্ধ গোলকের অবিচ্ছিন্ন আবরণে!

দুঃখের দোহাই দিয়ে আস্তাকুঁড়ে ছুঁড়ে মারে আবেগ,

নির্লিপ্তে উপেক্ষার আগুন পোহাও অযথা এ মনে।

তুমি জানো,চিরসুখের অসুখ প্রেমে পোড়া জ্বলন্ত  ছাই,

বিলুপ্ত প্রায় সংগ্রামী স্মৃতি একেকটি নিস্ফল প্রেরণা!

নিঃসঙ্গতায় যতই অতীতের অনন্ত মায়া কেঁদে যায়

তবুও জীবন অল্প শ্বাসে আগলে বাঁচবে অপূর্ণতায়!

হুট করে জলেভরাট মেঘ বাতাসের স্পর্শে ভরা বাদলে নামে !

উচ্ছসিত ব্যর্থতায় সূর্যের ঠিক কতটুকুই বা আলো কমে?

 

তবে থমকে থাকা নয়,বদলানোর সুযোগ হয়েছে উদয়

কি হবে, কে রবে ?

অন্তহীন তুমিই তো সব সইবে।

অলস ভাবনা, অতীতের যাতনা

যতক্ষণ আছি,নতুন করেই বাঁচি,

নতুন বছরে মুছে ফেলো অপমান,করে যাও দান।

ধীরে ধীরে শ্রেষ্ঠত্ব মিলবে উৎসর্গে আপন প্রাণ।

পুরোনো জীবন বিস্মৃত বিস্ময়!

প্রশ্ন জটিল অতটাও নয়!